Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২০
সর্বশেষ সংষ্করণ 2020-07-10T08:13:59Z

গোলাপগঞ্জে জুয়ার আসর থেকে ৮ জুয়ারিকে আটক করলো পুলিশ

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক  : সিলেটের গোলাপগঞ্জে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম সহ জুয়ার আসর থেকে ৮জুয়ারীকে আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় উপজলার লক্ষিপাশা ইউনিয়নের কোনাচর বাজার থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার নগদ ৫ হাজার ৯ শত ৬৫ টাকা ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো লক্ষিপাশা ইউনিয়নের জাঙ্গালহাটা গ্রামের মৃত ফুরকান মিয়া ছেলে জিলাল উদ্দিন (৬০), কোনাচর গ্রামের মৃত তজম্মুল খানের পুত্র রিয়ান খান (৪২), বশির উদ্দিনের পুত্র এলন আহমদ (৪০), মৃত আজির উদ্দিনের পুত্র নিজাম উদ্দিন (৪০), শ্রীবহর গ্রামের মৃত আরজদ আলীর পুত্র জামাল উদ্দিন (৫৫), জগঝাপ গ্রামের মৃত চান খানের পুত্র রহমত খান (৩৪), মৃত আইয়ুব আলীর পুত্র নিমার আলী (৪৫), মৃত আব্দুর রাজ্জাকের পুত্র সহিদ উদ্দিন (৪২)।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে লক্ষিপাশা ইউনিয়নের কোনাচর বাজারের একটি কক্ষে কতিপয় লোক জুয়া খেলছে। তাৎক্ষণিক গোলাপগঞ্জ মডেল থানার এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ
মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরীর আটকের বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ