বিজ্ঞাপন
আজ তুমি অনেক দূরে
হাবিবুর রহমান
আজ তুমি অনেক দূরে
তাই আমি শূন্য ঘোরে,
তোমায় নিয়ে লিখি কবিতা
ছিলে হৃদয় জুড়ে ঝড়া পাতা।
স্মৃতিময় জীবনে মনে পড়ে খুব তোমায়,
কালো মেঘে ডেকে গেছে বিষন্নতার আমায়।
তোমায় বাসতাম অনেক বেশি ভালো,
আজ তুমি আছ দূরে আমায় ঘিরে আঁধার কালো।
স্বপ্নলোকে বিভোর থাকি শুধু তোমায় নিয়ে,
জানি না কবে ফিরবে সেই আগের তুমি হয়ে।
অপেক্ষার প্রহর কাটে আমার সারানিশি দিন,
তোমায় পেলে সকল কষ্ট আমার হবে যে বিলীন।