বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : গোলাপগঞ্জ উপজেলায় করোনা থেকে মুক্ত হয়ে সুস্থ হয়েছেন আরও ৭ জন রোগী। এ নিয়ে গোলাপগঞ্জে মোট ৯০ জন রোগী সুস্থ হয়েছেন৷
শুক্রবার রাতে তাদের ফলোআপ রিপোর্ট নেগেটিভ আসলে তাদের সুস্থের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহীনুর ইসলাম শাহিন ।
তিনি বলেন, যেহেতু তারা করোনা মুক্ত। তাই তাদের বাড়ি থেকে লকডাউন তুলে নেওয়া হবে।
নতুন ৭জন সুস্থদের মধ্যে রয়েছেন লক্ষিপাশা ইউনিয়নের ১জন, বাদেপাশার ইউনিয়নের ১জন, পৌর এলাকার ২জন, ফুলবাড়ী ইউনিয়নের ১জন, গোলাপগঞ্জ সদর ও ভাদেশ্বর ইউনিয়নের ২জন।
এ উপজেলায় মোট করোনা রোগীর সংখ্যা ১৬৫ জন। এদের মধ্যে মৃত্যুবরণ করেছেন ৮জন।