বিজ্ঞাপন
জিভি২৪ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সিলেট বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের (২১৭৪) সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপন খুনের ঘটনায় এসএমপি’র দক্ষিণ সুরমা থানায় মামলা হয়েছে। মামলা নং৯(৭)২০ইং। আর মামলার এজাহার নামীয় নোমান ও সাদ্দামকে গ্রেফতারও করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) জ্যোতির্ময় সরকার পিপিএম।
তিনি আরও জানান, শ্রমিক নেতা হত্যার প্রতিবাদে শ্রমিকদের অবরোধ প্রত্যাহার করা হয়েছে।
সূত্র জানায়,শুক্রবার রাত সোয়া ১০টার দিকে দক্ষিণ সুরমার কদমতলী বাবনা পয়েন্ট এলাকায় সিলেট বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের (২১৭৪) সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপনকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। তিনি দক্ষিণ সুরমার খোজারখলা এলাকার আবিল হোসেনের ছেলে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা।শুক্রবার রাত সাড়ে ১০টা থেকে দক্ষিণ সুরমার চন্ডিপুল, হুমায়ুন রশীদ চত্ত্বর ও বাবনা পয়েন্টে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। আর সকালে ওই সকল স্থানে ট্যাঙ্কলরীর ট্রাক সড়কের উপর রেখে অবরোধ শুরু করেন শ্রমিকরা। পরে সিলেট মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এক জরুরী সভা শেষে অবরোধ প্রত্যাহার করা হয়।
সিলেট বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের (২১৭৪) লাইন সম্পাদক কবীর খান বলেন, বাবনা পয়েন্টে নির্মমভাবে ছুরিকাঘাত করে তাদের সাধারণ সম্পাদক রিপনকে খুন করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে তারা চন্ডিপুল, হুমায়ুন রশীদ চত্ত্বর ও বাবনা পয়েন্টে বিক্ষোভ করেছেন। বর্তমানেতাতা প্রত্যাহার করা হয়েছে।
সিলেট জেলা ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি মনির মিয়া জানান, বাবনা পয়েন্টস্থ যমুনা ডিপোর পাশে সাধারণ সম্পাদক ইকবাল আহমদ রিপনের দোকান রয়েছে। কাজ শেষে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা বাবনা পয়েন্টে তার উপর হামলা চালায়। চাকুর আঘাত গুরুতর আহত হন। উপস্থিত জনতা গুরুতর অবস্থায় ওসমানী হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, আজ শনিবার বাদ আসর খোজারখলা মারকাজ জামে মসজিদে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে নিহত রিপনের লাশ দাফন করা হবে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) জ্যোতির্ময় সরকার পিপিএম জানান, উর্ধ্বতন কতৃপক্ষের সাথে ট্যাঙ্ক লরি শ্রমিক নেতাদের বৈঠক শেষে অবরোধ প্রত্যাহার করা হয়েছে। আর দুইজনকে গ্রেফতার করেছেন দক্ষিণ সুরমা থানা পুলিশ ।
এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ফজল জানান, শ্রমিক নেতা হত্যা ঘটনায় দক্ষিণ সুরমা থানায় মামলা নং ৯(৭)২০ ইং দাখিল হয়েছে। এ মামলার এজাহার নামীয় সাদ্দাম ও নোমানকে গ্রেফতার করা হয়েছে। তাছাড়া অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।