বিজ্ঞাপন
জিভি২৪ নিউজ: বিয়ানীবাজার পৌরশহরে এবার দু’টি পশুর হাট উন্মুক্ত স্থানে বসানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য পৌরশহরের পিএইচজি হাইস্কুল মাঠ এবং সুপাতলাস্থ ওসমানী স্টেডিয়ামে হাট দু’টি বসানোর সিদ্ধান্ত নিয়েছে বিয়ানীবাজার পৌরসভা। এছাড়াও উপজেলার বৈরাগীবাজার, বারইগ্রাম, দুবাগ, চারখাই, আছিরগঞ্জ, রামধা বাজারে পশুর হাট বসানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন।
পৌরসভার মেয়র মো. আব্দুস শুকুর জানান, উপজেলার প্রধান পশুর হাট পিএইচজি হাইস্কুল মাঠের অর্ধেক স্থানে (অর্ধেক কাঁচাবাজার) এবং ওসমানী স্টেডিয়ামে অপর হাট বসানো হবে। সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধির কারণে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। পশুর হাটের একদিকে ক্রেতারা প্রবেশ করলে অন্যদিক দিয়ে বের হতে হবে। প্রতিটি প্রবেশপথে হাত ধোয়ার জন্য স্যানিটাইজার এবং সাবান-পানির ব্যবস্থা রাখা হবে।
বিয়ানীবাজার প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মাহবুবুল আলম বলেন, বিয়ানীবাজারে কোরবানির পশুর প্রধান প্রধান হাটগুলোতে উপজেলা প্রাণিসম্পদ অফিসের একটি ভেটেনারি মেডিকেল টিম কাজ করবে৷ কোরবানীর পশু সুরক্ষিত রাখতে সব ধরণের ব্যবস্থা নেয়া হবে জানিয়ে তিনি আরও বলেন, হাটে যাতে এলএসডি ভাইরাস আক্রান্ত কিংবা অবৈধ উপায়ে মোটাতাজা করা পশু যাতে বিক্রি না করা হয় সেদিকেও আমরা লক্ষ্য রাখবো।