বিজ্ঞাপন
ওসমানীনগর প্রতিনিধি: সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫জন নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৭টায় দিকে উপজেলার তাজপুর এলাকার বড়ায়া চাঁনপুর নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করে।
নিহতরা হচ্ছেন- সুনামগঞ্জের দিরাই উপজেলার শ্যামারচর গ্রামের স্বপন কুমার দাস ও তার স্ত্রী লাভলী রানী দাসএবং তাদের তিন সন্তান। তাদের আরেক সন্তানকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী হাসাপাতালে ভর্তি করা হয়। নিহতদের লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা যাত্রীবাহী কুমিল্লা গামী বাস (ঢাকা মেট্রো ব-১৪-১৮৮৫) ও মৌলভীবাজার থেকে ছেড়ে আসা সিলেট গামী প্রাইভেট কার (চট্র মেট্রো গ-১১-১৯২০) উপজেলার তাজপুর এলাকার বড়ায়া চাঁনপুর নামক স্থানে পৌঁছিলে মুখামুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একই পরিবারের স্বামী, স্ত্রী ও সন্ত্রানসহ ৫জন ঘটনাস্থলে নিহত হন। সংঘর্ষে বাসের সঙ্গে ধাক্কা খেয়ে প্রাইভেট কারের অর্ধেকটাই বাসের সামনের দিকে নিচে ঢুকে যায়।গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরন করা হয়েছে।
দুর্ঘটনায় প্রাইভেট কারে থাকা একই পরিবারের ৫জন নিহত ও একজন গুরুতর আহতের সত্যতা নিশ্চিত করে সিলেট হাইওয়ে পুলিশের ওসি মাইনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি এবং নিহতদের ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালে প্রেরন করা হয়। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটিকে জব্দ করা হয়েছে।