Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২০
সর্বশেষ সংষ্করণ 2020-08-01T17:54:38Z
গোলাপগঞ্জ

গোলাপগঞ্জে অতর্কিত হামলায় আহত ২, থানায় অভিযোগ

বিজ্ঞাপন


গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে প্রতিপক্ষের অতর্কিত হামলায় কৃষক সহ ২জন আহত হয়েছেন  । শুক্রবার সন্ধ্যায় এমসি একাডেমি সংলগ্ন সুরমা ডাইক রাস্তার উপরে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় ওই দিন রাতেই গোলাপগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

হামলায় আহতরা হলেন আমুড়া ইউনিয়নের আমনিয়া গ্রামের মোঃ ওয়ারিছ আলীর পুত্র কৃষক মনছুর আহমদ (৪০), একই গ্রামের রকই আলীর পুত্র মিলন আহমদ (৩৫)।

অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার উপজেলার আমুড়া ইউনিয়নের আমনিয়া গ্রামের কৃষক মনছুর আহমদ একটি ষাড় গরু আমনিয়া বাজারের অস্থায়ী পশুর হাটে বিক্রির জন্য নিয়ে আসেন। এসময় কয়েকজন যুবকের সাথে কৃষক মনছুর আহমদের বাকবিতণ্ডা হয়।

এই ঘটনার জের ধরে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে গোলাপগঞ্জ এমসি একাডেমির পিছনের মাঠের অস্থায়ী পশুর হাট সংলগ্ন সুরমা ডাইক রাস্তায় পৌর এলাকার বাদে রনকেলী গ্রামের ময়নু মিয়ার পুত্র রাশেদ আহমদ (৩৩), একই গ্রামের মুন মিয়ার পুত্র মামুন আহমদ (২২), অইদ আহমদ (২৭) কৃষক মনছুুুর আহমদের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় মনছুর আহমদকে বাঁচাতে এগিয়ে আসলে একই গ্রামের রকই আলীর পুত্র মিলন আহমদও আহত হন। স্থানীয়রা আহতদের তাৎক্ষণিক উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এসময় মনছুর আহমদের সাথে থাকা ১লক্ষ ৬৭হাজার টাকা লুটপাট করা হয়েছে বলেও তিনি অভিযোগে উল্লেখ করা হয়।

হামলার শিকার মনছুর আহমদ জানান, পূর্ব পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে আমার উপর হামলা করা হয়েছে। আমায় বাঁচাতে এগিয়ে আসায় মিলন আহমদকেও গুরুতর আহত করা হয়।

গোলাপগঞ্জ মডেল থানার সেকেন্ড অফিসার জুনেদ আহমদের যাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মনছুর আহমদ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি আমি তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ বিবেচনা গ্রহণ করা হবে।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ