বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : গোলাপগঞ্জে নতুন করে আরও
৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা আবাসিক
মেডিকেল অফিসার ডা. শাহিনুর ইসলাম শাহিন।
নতুন আক্রান্তদের মধ্যে রয়েছেন বাদেপাশা ইউনিয়নের
নতুন আক্রান্তদের মধ্যে রয়েছেন বাদেপাশা ইউনিয়নের
তরিকুল ইসলাম (৪৪), বুধবারীবাজার ইউনিয়নের
ফাহিমা খানম (২৯), পৌরসভার রণকেলী গ্রামের
জামিলা আক্তার চৌধুরী (৪৯), একই গ্রামের
হাছান আহমদ (২৯)।
এদিকে আজকের ৪জন করোনা রোগী সহ গোলাপগঞ্জে
এদিকে আজকের ৪জন করোনা রোগী সহ গোলাপগঞ্জে
মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১৭৫জনে।
এদের মধ্যে ১০৯জন সুস্থ হয়েছেন ও মারা গেছেন ৮জন।
এদের মধ্যে ১০৯জন সুস্থ হয়েছেন ও মারা গেছেন ৮জন।