Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২০
সর্বশেষ সংষ্করণ 2020-07-18T12:28:31Z
গোলাপগঞ্জ

গোলাপগঞ্জে ইয়াবা ট্যাবলেট সহ পুলিশের হাতে মাদক ব্যবসায়ী আটক

বিজ্ঞাপন

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ জসিম উদ্দিন (৩১) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। শুক্রবার রাতে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হাজীপুর এওলাটিকর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত জসিম উদ্দিন পৌরসভার দাড়িপাতন গ্রামের মৃত সোয়াব আলীর পুত্র। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা (মামলা নং-২০, তারিখ-১৭/০৭/২০২০ খ্রিঃ) দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে গোলাপগঞ্জ মডেল থানার এসআই ফয়জুল করিমের নেতৃত্বে থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় হাজীপুর এওলাটিকর গ্রামের নুর উদ্দিন'র কলোনীর সামনেফ পাকা রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী মোঃ জসিম উদ্দিনকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকৃত আসামীকে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ