বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক :: সুদূর ফ্রান্সে থেকেও, অসহায় মানুষের দুঃখ-কষ্টের কথা বিবেচনা করে শত ব্যস্ততার মাঝেও নিজের সামর্থনুযায়ী নিজের উপজেলা গোলাপগঞ্জের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন উপজেলার বুধবারী বাজার ইউনিয়নের বাণীগ্রামের সন্তান ও পল্লী মঙ্গল সমিতি বাণীগ্রাম এর সাবেক ফুটবলার কয়েছ আহমদ।
করোনাকাল তার অবদান বুধবারী বাজার ইউনিয়নে অপরিসীম। নিজের সামর্থনুযায়ী সব সময় মানুষের পাশে থেকে অসহায়দের বিভিন্ন মাধ্যমের মধ্যে দিয়ে সহযোগিতা করে যাচ্ছেন।
করোনাকাল ছাড়াও বিভিন্ন সময় এলাকার মানুষের জন্য কাজ গেছেন। দেশে থাকতে বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত হয়ে এলাকার উন্নয়নে সর্বদা পরিশ্রম করে গেছেন।
সেই ধারা সুদূর প্রবাসে গিয়েও তিনি অব্যহত রেখেছেন৷ যে কেউ যোগাযোগ করলে তাকে সহযোগিতা করেছেন। কখনো কাওকে খালি হাতে ফিরিয়ে দেন নি তিনি।
কয়েছ আহমদ জানান, আমার কষ্ট লাগে যখন দেখি এলাকার কোন মানুষ অভাবের মধ্যে আছে৷ আমি সব সময় অসহায়দের নিজের সামর্থনুযায়ী সহযোগিতা করে গেছি। করোনাকালে আমি আমার ইউনিয়নসহ উপজেলায় বিভিন্ন ভাবে অনুদান প্রদান করেছি।
তিনি বলেন, এখন বন্যার সময়। বন্যায় মানুষ ঘরবন্দি। বাড়ি থেকে বের হতে পারছেন না। এ কারণে অনেকে কষ্ট ভোগ করতেছেন। তিনি বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর ইচ্ছা পোষণ করেছেন। সেই সাথে সমাজের সকল বিত্তবানদের পাশে দাঁড়ানোর জন্য তিনি আহবান জানান।