বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক :: ‘গাছ লাগান পরিবেশ বাঁচান’ এই স্লোগান সামনে রেখে সিলেট অগ্রদূত ছাত্র পরিষদের আয়োজনে ও অগ্রদূত ছাত্র পরিষদের অন্যতম উপদেষ্টা বিশিষ্ট কমিউনিটি ব্যাক্তিত্ব মো: আব্দুল মুনিম জাহেদি ক্যারল ও দিলওয়ার হোসেনের অর্থায়নে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে ৩য় ধাপের ১ম পর্ব সিলেট সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ডের শাহজালাল লতিফিয়া হাফিজিয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসায় ও ২য় পর্ব দক্ষিন সুরমা উপজেলার ইছরাব আলী হাই স্কুল এন্ড কলেজে পালন করা হয়।
সংগঠনের সভাপতি কাবিল আহমদ ইমন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম আজাদের নেতৃত্বে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
পরিবেশের ভারসাম্য রক্ষা, দূষণমুক্ত পরিবেশ সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম, দেশ ও জাতির সার্বিক উন্নয়নে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। দেশের সকল জায়গায় বিভিন্ন জাতের বৃক্ষের চারা রোপণ করে একটি সবুজ-শ্যামল বাংলাদেশ গড়ার আহ্বান জানান।
তিনি আরো বলেন, দেশের পরিবেশের ভারসাম্য রক্ষা, দূষণমুক্ত পরিবেশ সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে বৃক্ষরোপণ কর্মসূচীর মাধ্যমে 'অগ্রদূত ছাত্র পরিষদ' গুরুত্বপূর্ন ভুমিকা পালন করছে।
বৃক্ষরোপণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন শাহজালাল দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মিনহাজুল আবেদিন, ভাইস প্রিন্সিপাল হুমায়ুন কবির, অগ্রদূত ছাত্র পরিষদের শিক্ষা-বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম, প্রকাশনা সম্পাদক আহমেদ নাহিদ, ধর্ম বিষয়ক সম্পাদক ইয়াসির আরাফাত, রাজন আহমদ,মোহাম্মদ রেদওয়ান হোসেন, তানভির আহমদ সজীব, এসএ কামরান আহমদ, মুজাহিদুল ইসলাম প্রমুখ।