Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
সর্বশেষ সংষ্করণ 2020-10-31T10:38:37Z
গোলাপগঞ্জ

গোলাপগঞ্জে সুরমা যুব সমাজ কল্যাণ সংস্থার বিক্ষোভ মিছিল

বিজ্ঞাপন

গোলাপগঞ্জ প্রতিনিধি :: ফ্রান্সে সরকারি সহযোগিতায় বহুল সমালোচিত ম্যাগাজিন শার্লি এব্দো কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর কার্টুন প্রচারের প্রতিবাদে গোলাপগঞ্জে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিলে ফুলবাড়ী বড় মোকাম জামে মসজিদের সকল ধর্মপ্রাণ মুসল্লিদের সাথে অংশগ্রহণ করে সুরমা যুব সমাজ কল্যাণ সংস্থা।

শুক্রবার (৩০ অক্টোবর) বাদ জুমা উপজেলার বিভিন্ন মসজিদ থেকে মিছিল নিয়ে পৌর সদরের চৌমুহনীতে আগত তৌহিদী জনতার অংশগ্রহণে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী বড় মোকাম জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল হালিম, ফুলবাড়ী তাহফিজুল কোরআন মাদ্রাসার মুহতামিম হাফেজ আব্দুল মতিন, প্যানেল মেয়র-২ জহির উদ্দিন সেলিম, পৌর কাউন্সিলর জামিল আহমদ চৌধুরী, ওলিউর রহমান, আফাতাব হোসেন নাঈম, হাফেজ শাকের আদনান, হাফেজ আনোয়ার হোসাইন, সুরমা যুব সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা মন্ডলির সদস্য জালাল উদ্দিন, শাহিন, কবির আহমদ, এরাফ আহমদ, রুম্মান আহমদ, মামুন আহমদ, সুরমা যুব সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আহাদুল ইসলাম, সাধারন সম্পাদক নাহিদুল ইসলাম, এমদাদুল হক মাহী, নাদিম আহমদ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, শার্লি এব্দো কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ(সা.) এর কার্টুন প্রচার করে মুসলিম উম্মাহর হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। বাকস্বাধীনতার নামে এমন জঘন্যতম অন্যায় কোনোভাবেই মেনে নেয়া যায় না।

তারা বলেন, এমন অসভ্য কর্মকাণ্ড বন্ধ না করলে বিশ্বব্যাপী ম্যাঁক্রো সরকারকে বয়কট করা হবে। বাংলাদেশ সরকারকে এ ঘটনায় ফ্রান্সের প্রতি রাষ্ট্রীয় নিন্দা ও প্রতিবাদ জানাতে হবে।


বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ