বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : গোলাপগঞ্জে আলোর বাতিঘর যুব কল্যাণ সংস্থা'র বাঘা ইউনিয়ন শাখার কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) হাজী আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয় ও কলেজে কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহত্তর গোলাপগঞ্জ আলোর বাতিঘর যুব কল্যাণ সংস্থার আহবায়ক শেখ নুরুল ইসলামের সভাপতিত্বে ও মাহবুবুল্লাহ লুতফেগীর এর পরিচালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মুহিন আহমদ।
এ সময় বক্তব্য রাখেন,এইচ.এম.সেলিম শিশু বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য সচিব সাংবাদিক হাবিবুর রহমান, গোলাপগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠনের উপদেষ্টা জালাল আহমদ চৌধুরী।
সভায় সর্ব সমতিক্রমে মাহবুবুল্লাহ লুতফেগীরকে সভাপতি, জামিল আহমদ সাধারণ সম্পাদক ও জাকারিয়া আহমদ রাহিমকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট আলোর বাতিঘর যুব কল্যাণ সংস্থা'র বাঘা ইউনিয়ন শাখার কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র-সহ সভাপতি রফি আহমদ,সহ-সভাপতি জাকির আহমদ, যুগ্ম সম্পাদক ইকবাল আহমদ, শাহিন আহমদ, অর্থ সম্পাদক মাহবুব আলম, দপ্তর সম্পাদক ইমন আহমদ,প্রচার সম্পাদক আবুল হাসান, শিক্ষা ও সাহত্য বিষয়ক সম্পাদক মুহিন আহমদ, সমাজসেবা বিষয়ক সম্পাদক সোহাগ আহমদ, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক নিশান আহমদ, আইন বিষয়ক সম্পাদক হাবিবুজ্জামান পাপ্পু।