বিজ্ঞাপন
গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে বাদেপাশা ইউনিয়নের উত্তর আলমপুর গ্রামের সমাজসেবী জাকির হোসাইনে আইডি হ্যাকড করেছে দুর্বিত্তরা। রোববার রাতে আইডি হ্যাকড করতে সোমবার বিকেলে তিনি গোলাপগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি ( জিডি নং- ২৩৫, ০৫.১০.২০২০ ইং) করেন।
থানায় জিডি সূত্রে জানা যায়, গত রোববার রাতে বাদেপাশা ইউনিয়নের উত্তর আলমপুর (কোনাগাঁও) গ্রামের জাকির হোসাইনের (Zakir hussian) নামীয় আইডিটি হ্যাকড করে ফেলে দুর্বিত্তরা। এরপর থেকে তিনি এই আইডিতে আর ঢুকতে পারছেন না। এফবি আইডিতে ব্যবহৃত নাম্বার ও ইমেইল আইডিও রিমুভ করে ফেলেছে হ্যাকাররা।
এ ব্যাপারে জাকির হোসাইন জানান, গত কয়েকদিন ধরে উত্তর আলমপুর মাসুরা রাস্তাটি নিয়ে বিভিন্ন পত্রিকা ও অনলাইন পোর্টালে নিউজ প্রকাশিত হলে এই আইডি থেকে আমি শেয়ার করি। এতে করে একটি মহল বিভিন্ন ভাবে আমায় হয়রানি করে আসছিল। এরই ধারাবাহিকতায় তারা আমার ফেইসবুক আইডিটি হ্যাক করে। এজন্য আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।
গোলাপগঞ্জ মডেল থানার এ এস আই বাপ্পি জিডির বিষয়টি নিশ্চিত করেন।
থানায় জিডি সূত্রে জানা যায়, গত রোববার রাতে বাদেপাশা ইউনিয়নের উত্তর আলমপুর (কোনাগাঁও) গ্রামের জাকির হোসাইনের (Zakir hussian) নামীয় আইডিটি হ্যাকড করে ফেলে দুর্বিত্তরা। এরপর থেকে তিনি এই আইডিতে আর ঢুকতে পারছেন না। এফবি আইডিতে ব্যবহৃত নাম্বার ও ইমেইল আইডিও রিমুভ করে ফেলেছে হ্যাকাররা।
এ ব্যাপারে জাকির হোসাইন জানান, গত কয়েকদিন ধরে উত্তর আলমপুর মাসুরা রাস্তাটি নিয়ে বিভিন্ন পত্রিকা ও অনলাইন পোর্টালে নিউজ প্রকাশিত হলে এই আইডি থেকে আমি শেয়ার করি। এতে করে একটি মহল বিভিন্ন ভাবে আমায় হয়রানি করে আসছিল। এরই ধারাবাহিকতায় তারা আমার ফেইসবুক আইডিটি হ্যাক করে। এজন্য আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।
গোলাপগঞ্জ মডেল থানার এ এস আই বাপ্পি জিডির বিষয়টি নিশ্চিত করেন।