Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২০
সর্বশেষ সংষ্করণ 2020-11-27T19:33:39Z
সিলেট

আ.লীগ নেতা নাদেলের বাসা থেকে ঘন্টার ভেতর ১৫ লাখ টাকার মালামাল চুরি

বিজ্ঞাপন

জিভয়েস২৪ ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরীর সিলেট নগরীর হাউজিং এস্টেট ২৮/২ নং বাসার নিচতলায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মাত্র একঘণ্টার ভেতরেই চুরেরা নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে দুর্ধর্ষ এ চুরির ঘটনাটি ঘটে। এ সময় চুরেরা শফিউল আলম চৌধুরী নাদেলের ফ্ল্যাটেরও তালা ভেঙে ফেলে। তবে ওই বাসায় তেমন জিনিসপত্র না থাকায় কিছুই নিতে পারে নি।

জানা গেছে, রাত ৯টার দিকে হাউজিং এস্টেট ২৮/২ নং বাসার নিচতলা বাসিন্দারা আত্মীয়ের জানাজা পরবর্তী খোঁজখবর নিতে তাদের বাসায় যান। এরপর রাত ১০টার দিকে বাসায় ফিরে দেখেন দরজার তালা ভাঙা। ভেতরে প্রবেশ দেখেন বাসার সবকিছু তছনছ করে রাখা। চুরির বিষয়টি নিশ্চিত হলে খোঁজ করে দেখেন প্রায় ২৩ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৭৫ হাজার টাকা নিয়ে গেছে চুরেরা। এছাড়া উপরের তলায় শফিউল আলম চৌধুরী নাদেলের বাসার তালাও ভাঙ্গা। তবে বাসাটি খালি থাকায় কিছুই নিয়ে যেতে পারেনি। তবে জিনিসপত্র সব ছড়িয়ে রাখে চুরেরা।

এদিকে খবর পেয়ে বাসাটি পরিদর্শন করেছে বিমানবন্দর থানা পুলিশের একটি দল।

এ ব্যপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বিমানবন্দর থানার ওসি শাহাদাৎ হোসাইন। এরপর আসামিদের ধরতে অভিযানে নামবেন বলে জানিয়েছেন তিনি।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ