বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: সিলেটের দক্ষিণ সুরমায় জাবেদ আহমদ (৩০) নামে এক যুবককে ১৭০ পিছ ইয়াবাসহ গ্রেপ্তার করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে থানা এলাকার পারভীন ট্রেডার্স এন্ড স-মিল এর সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জাবেদ গোলাপগঞ্জ উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের আকবর আলীর পুত্র।
দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ আখতার হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি (মামলা নং-২২) দায়ের করা হয়েছে।