বিজ্ঞাপন
গোলাপগঞ্জ প্রতিনিধি:: সিলেটের গোলাপগঞ্জে গাছ থেকে পড়ে গিয়ে মিনাজ আহমদ (৩২) নামে এক দিনমজুর যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার বাঘা ইউনিয়নের উত্তর কালাকোনা বেটাইরটুল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত যুবক একই ইউনিয়নের উত্তর কালাকোনা (কোনাপাড়া) গ্রামের মনোফর আলীর ছেলে।
জানা যায়, নিহত যুবক উপজেলার বিভিন্ন জায়গায় গাছ কেটে থাকেন। এদিনও তিনি গাছ কাটতে পাশ্ববর্তী উত্তর কালাকোনা বেটাইরটুল এলাকায় যান। শনিবার দুপুরে হঠাৎ অসাবধানতাবশত: গাছ থেকে ছিটকে পড়ে যান তিনি। এসময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেটে নিয়ে যাওয়ার পথে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
এব্যাপারে বাঘা ইউনিয়নের চেয়ারম্যান ছানা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অসাবধানতাবশত: গাছ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে।