বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক:: সিলেট নগরীর উত্তর কাজীটুলার এলাকার অন্তরঙ্গ ৪/এ বাসায় স্বামীর হাতে নিহত গৃহবধূ তামান্না হত্যার প্রতিবাদে সিলেট ফাউন্ডেশনের উদ্যোগে
মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) দুপুর ২টায় নগরীর কোর্ট পয়েন্ট সম্মুখে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় নিহত সৈয়দা তামান্না বেগমের মা হাফিজুন চৌধুরী বলেন, আজ ৬ দিন হয়ে গেলো আমার মেয়ের খুনি মামুনকে ধরতে পুলিশ ব্যর্থ। প্রশাসন কী এত দুর্বল যে একজন খুনিকে তারা আইনের আওতায় আনতে পারে না। পুলিশ যদি আমার মেয়ের খুনিকে ধরতে না পারে তা হলে তারা র্যাবের হাতে মামুনকে ধরার দায়িত্ব দিয়ে দিক।
তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে বলেন, এত লাইভ হয়, নিউজ হয় আপনার চোখে কী এসব পরে না। তিনি কেন আমার মেয়ের খুনিকে ধরতে প্রশাসনকে অনুমতি দেন না।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তামান্না আমার মেয়ে নয় আপনার মেয়ে মনে করে খুনি মামুনকে ধরতে আপনি পুলিশকে চাপ দিন। আমার সাংবাদিক বাবা-ভাইরা এত কষ্ট করতেছে আমাদের জন্য। প্রশাসন কেন নিরব রয়েছে।
মানববন্ধনে সিলেট ফাউন্ডেশনের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত সোমবার দুপুরে সিলেট নগরীর উত্তর কাজীটুলার এলাকার অন্তরঙ্গ ৪/এ বাসার দুতলার একটি কক্ষ থেকে নববধূ সৈয়দা তামান্না বেগমের লাশ উদ্ধার করে পুলিশ। এর আগ থেকেই তামান্নার স্বামী আল মামুন পলাতক রয়েছেন।