Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০
সর্বশেষ সংষ্করণ 2020-11-27T16:02:24Z
সিলেট

তামান্নার বাড়িতে শুনশান নীরবতা, শোকে কাতর পরিবার

বিজ্ঞাপন

ফাহিম আহমদ: সবার আদরের তামান্না। মাত্র ২ মাস আগেই সিলেট নগরীর কাজীটুলায় আল-মামুন নামে এক ব্যবসায়ীর সাথে বিয়ে হয় তার। প্রথম প্রথম ভালোই চলছিলো তাদের নতুন সংসার। বিয়ের কিছুদিন পর থেকেই শুরু হয় যৌতুকের জন্য অত্যাচার। নেমে আসে সুখের সংসারে অন্ধকার। কে জানতো শেষমেষ সেই যৌতুকের বলি হয়েই মেহেদির রং শুকানোর আগেই পাষন্ড স্বামীর হাতে নির্মম ভাবে খুন হয়ে সুখের বদলে অকালেই পরপারে চলে যেতে হবে তাকে। 

সৈয়দা তামান্না বেগমের বাড়ি দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের ফুলদি গ্রামে। কিন্তু দীর্ঘ দিন থেকেই তিনি গোলাপগঞ্জ উপজেলার পৌর এলাকার এমসি একাডেমি সংলগ্ন একটি বাসায় পরিবারসহ বসবাস করতেন। পড়ালেখা করতেন উপজেলার রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজে। এবার ঐ প্রতিষ্ঠান থেকে তার এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিলো।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় তামান্না যে বাসায় বসবাস করতেন সেখানে গিয়ে দেখা যায়, একেবারেই শুনশান নীরবতা বিরাজ করছে বাসায়। তাকে হারিয়ে শোকে কাতর তার পরিবার। 

নিহত নববধূ সৈয়দ তামান্না বেগমের বড় বোন সৈয়দা পান্না বেগমের সাথে কথা হলে তিনি বলেন, আদরের বোনকে হারিয়ে আমরা একেবারেই শেষ হয়ে গেছি। আমাদের সবার খাওয়া-দাওয়া বন্ধ। আমাদের মায়ের অবস্থা একেবারেই খারাপ। বোনকে হারিয়ে মাকে নিয়ে দুশ্চিন্তায় আছি। মায়ের অবস্থা একেবারেই খারাপ। 

তিনি বলেন, আমার বোনের স্বামী আল-মামুন এখন পর্যন্ত পলাতক। ৫ দিন হয়ে গেলেও এখন পর্যন্ত পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে নি। আমার বোন খুন হওয়ার পিছনে যারাই জড়িত তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাচ্ছি আমরা। 

প্রসঙ্গত, গত রোববার সিলেট নগরীর উত্তর কাজীটুলার এলাকার অন্তরঙ্গ ৪/এ বাসার দুতলার একটি কক্ষ থেকে নববধূ সৈয়দা তামান্না বেগমের লাশ উদ্ধার করে পুলিশ। এর আগ থেকেই তামান্নার স্বামী আল মামুন পলাতক রয়েছেন।

বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ