Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২০
সর্বশেষ সংষ্করণ 2020-11-02T17:27:12Z
গোলাপগঞ্জ

মহানবীকে অবমাননা : গোলাপগঞ্জে জমিয়তের বিক্ষোভ মিছিল

বিজ্ঞাপন

গোলাপগঞ্জ প্রতিনিধি :: ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর কার্টুন প্রচারের প্রতিবাদে গোলাপগঞ্জের বুধবারীবাজার ইউনিয়ন জমিয়ত, যুব জমিয়ত, ছাত্র জমিয়তের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২ অক্টোবর) বিকাল ৪টায় চন্দরপুর কেন্দ্রীয় বাসস্ট্যান্ডের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। 

বুধবারী বাজার ইউনিয়ন জমিয়তের সভাপতি আলহাজ্ব শামসুদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ক্বারী মাওলানা খলিলুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা রশিদুর রহমানের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুধবারী বাজার মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মুফতি রুহুল আমিন। 

বক্তব্য রাখেন- গোলাপগঞ্জ উপজেলা জমিয়তের সহসাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আলী আহমদ, জামিয়া আমকোনা মাদ্রাসার শিক্ষা সচিব ক্বারী মাওলানা খলিলুর রহমান, জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া ইদ্রিছিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা হাফিজ নুর উদ্দিন, দারুল উলুম মোহাম্মদীয়া বৃহত্তর চন্দরপুর মাদ্রাসার শিক্ষক মাওলানা শিহাব উদ্দিন, বুধবারী বাজার মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল মান্নান, মাওলানা আমিনুর রহমান। 

এছাড়াও উপস্তিত ছিলেন মাওলানা আব্দুল মাজিদ জুনেদ, মাওলানা আব্দুল বাছিত, তালহা আহমদ, মাহফুজ আহমদ, তাজ উদ্দিন, তৌকির আহমদ, আজহারুল ইসলাম রবি, তানভীর আওহমদ, শুয়াইব নাইম, মুসা খান, সিদ্দিক আহমদ, জসিম আহমদ, সুফিয়ান আহমদ, আশফাক আহমদ প্রমুখ।  
এসময় বক্তারা বলেন, শার্লি এব্দো কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ(সা.) এর কার্টুন প্রচার করে মুসলিম উম্মাহর হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। বাকস্বাধীনতার নামে এমন জঘন্যতম অন্যায় কোনোভাবেই মেনে নেয়া যায় না। 

তারা বলেন, এমন অসভ্য কর্মকাণ্ড বন্ধ না করলে বিশ্বব্যাপী ম্যাঁক্রো সরকারকে বয়কট করা হবে। প্রতিবাদ সভায় ফ্রান্সের সকল পণ্য বর্জনের ঘোষণা দেন তারা। 


বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ