বিজ্ঞাপন
গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সভা রোববার রাত ৮টায় অনুর্ষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল বলেছেন ব্যবসায়ীদের জন্য পৌরসভার দরজা সব সময় খোলা রয়েছে। অতীতে ব্যবসায়ীরা পৌরসভায় গিয়ে অনেক হয়রানীর শিকার হয়েছেন। আমি পৌরসভাকে হয়রানী মুক্ত একটি প্রতিষ্ঠানে পরিণত করেছি। নাগরিক সেবা নিশ্চিত করণে আমার কর্ম প্রচেষ্ঠা অব্যহত রয়েছে। সুযোগ পেলে আগামীতেও ব্যবসায়ী ও নাগরিকদের কাঙ্খিত মানের সেবা নিশ্চিত করণে কাজ করে যাব।
গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি আলেকুজ্জামান আলেকের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল আহাদের পরিচালনায় ও তরুণ ব্যবসায়ী আবুল কাশেমের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত সাধারণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন লক্ষীপাশা ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান আব্দুল আলীম তুহিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপদেষ্ঠা পরিষদের সদস্য এনামুল ইসলাম কামাল, আবুল কাহের শোয়া মিয়া, হাজী আব্দুল জলিল সেলিম, মাওলানা মুমিন আহমদ শাকিল, নির্বাচন পরিচালনা কমিটি সচিব মাওলানা শামসুল হুদা, বিশিষ্ট ব্যবসায়ী হাজী ফখরুল ইসলাম, গোলাপগঞ্জ বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি ইজ্জাদ আলী, তরুণ ব্যবসায়ী আব্দুল খালিক, বণিক সমিতির সাবেক সহ-সভাপতি ছয়ফুল হক কফ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বণিক সমিতির সদস্য কাওছার আহমদ। এছাড়া বণিক সমিতির বিগত দিনের আয় ব্যয়ের হিসাব উপস্থাপন করেন কোষাধ্যক্ষ সাংবাদিক মাহবুবুর রহমান চৌধুরী।