বিজ্ঞাপন
গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে কৈলাশটিলা গ্যাস ফিল্ডে আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা বন্ধ ফ্রাকশনেশন প্লান্ট চালুর দাবি জানিয়েছেন।
তারা বলেন এ প্লান্ট বন্ধ থাকায় বন্ধ রয়েছে এলপিজি গ্যাস প্লান্ট, পেট্রোল ও কেরসিন উৎপাদন। একটি বিশেষ মহলের করা রীটের কারনে বন্ধ রয়েছে সরকারি ৮টি রিফাইনারী প্লান্ট। দেশের অন্যতম বৃহৎ গ্যাস ক্ষেত্র কৈলাশটিলা গ্যাস ফিল্ড থেকে প্রাপ্ত সালফার মুক্ত পেট্রোল ও কেরাসিন এবং এলপিজি উৎপাদন বন্ধ থাকায় তারা ক্ষোভ প্রকাশ করেন। গত দু’মাস থেকে এ প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় সরকার বঞ্চিত হচ্ছে রাজস্ব থেকে। বিপনন ও উৎপাদন কাজে নিয়োজিত শত শত শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে।
বিপনন কাজে নিয়োজিত পরিবহন মালিকদের গুণতে হচ্ছে লক্ষ লক্ষ টাকার ক্ষতি। তারা অবিলম্বে কোটি কোটি টাকা মুনাফা ও সরকারকে রাজস্ব প্রদানকারী এই প্রতিষ্ঠানগুলো পুণরায় চালু করার দাবি জানান।
বুধবার বেলা সাড়ে ১২টায় সিলেট গ্যাস ফিল্ড আয়োজিত অংশীজনদের সাথে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিলেট গ্যাস ফিল্ডের জেনারেল ম্যানেজার (এলপিএম) রওনাকুল ইসলাম।
বক্তব্য রাখেন পেট্রোল পাম্প ডিলার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি মো: নাজমুল হক, মহা-সচিব জুবায়ের আহমদ চৌধুরী, সিলেট বিভাগীয় সভাপতি মো: মোস্তফা কামাল, টেংক লরি মালিক সমিতির সভাপতি হুমায়ুন আহমদ, সুলতান মাহমুদ ইদ্রিস, তৈয়বুর রহমান, এডভোকেট নাদিমুর রহমান, সায়েম আহমদ প্রমুখ।
মতবিনিময় সভায় সিলেট গ্যাস ফিল্ডের বিভিন্ন কর্মতর্কা ছাড়াও উপস্থিত ছিলেন অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুহুল আমিন, কর্মচারী ইউনিয়নের সভাপতি ইউসুফ আহমদ, সিবিএ সভাপতি হারুন আহমদ প্রমুখ।