Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০
সর্বশেষ সংষ্করণ 2020-11-24T05:39:13Z
সিলেট

ব্যবসার জন্য টাকা চেয়েছিলেন মামুন, না দেওয়ায় তামান্নাকে হত্যা

বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার:: আমার মেয়ের কাছে ব্যবসা করার জন্য টাকা চেয়েছিলো তার স্বামী মামুন। আমার মেয়ে বলছে এখন পরিবারের অবস্থা ভাল নয় টাকা আনতে পারব না। মামুন সব সময় একটি মেয়ের সাথে ফোনে কথা বলতো, বাসায় ডেকে আনতো। আমার মেয়ে নিষেধ দিলে আমার মেয়ের উপর অত্যাচার করতো। বার বার কান্নায় মূর্ছা যাওয়া তামান্না বেগমের মা এসব কথা বলছিলেন।

গত ২৯ সেপ্টেম্বর সিলেট নগরীর একটি জিন্দাবাজারস্থ আল-মারজান শপিং সেন্টারের ঐশি ফেব্রিক্স নামক ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত মো. আল মামুনের সাথে জাঁকজমক ভাবে বিবাহ হয় তামান্না বেগমের।

সিলেট নগরীর উত্তর কাজীটুলার এলাকার অন্তরঙ্গ ৪/এ বাসার দুতলার একটি কক্ষ থেকে সোমবার (২৩ নভেম্বর) দুপুর দেড়টায় দক্ষিণ সুরমা থানার ফুলদি এলাকার মেয়ে নববধূ সৈয়দা তামান্না বেগমের লাশ উদ্ধার করে পুলিশ। এর আগ থেকেই তামান্নার স্বামী আল মামুন পলাতক রয়েছেন।

তামান্না বেগমের বাড়ি দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের ফুলদি গ্রামে। তবে মা-ভাই-বোন ও পরিবারের সদস্যরা বর্তমানে গোলাপগঞ্জ পৌর এলাকার এমসি একাডেমি সংলগ্ন একটি বাসায় ভাড়া থাকেন।

এ বিষয়ে সিলেট কোতোয়ালি থানায় একটি  মামলা ধায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ