Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২০
সর্বশেষ সংষ্করণ 2020-11-02T06:00:13Z
গোলাপগঞ্জ

শরীফগঞ্জে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

বিজ্ঞাপন
 
গোলাপগঞ্জ প্রতিনিধি :: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নে স্বেচ্ছাসেবী সংগঠন 'আলোকিত খাটকাই সমাজ কল্যাণ সংস্থা'র উদ্যোগে ও 
'প্রজন্ম' কল্যাণ ট্রাস্টের সহযোগিতায়
বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় খাটকাই ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। 

বিশিষ্ট মুরব্বি ইরান আহমদের সভাপতিত্বে ও সংগঠক সুহেল আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীফগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এম এ মুছাব্বির।

এম এ মুছাব্বির বলেন, আলোকিত খাটকাই তাদের আলো দিয়ে গ্রামের রাস্তা আলোকিত করেছে। একদিন এই এলাকার প্রতিটি ঘরে ঘরে উন্নয়নের আলো পৌঁছে দিবে তারা। এই এলাকাকে ও সমাজের কাছে একটি উন্নত এলাকা হিসেবে পরিণত করবে। যে কোন ধরণের সহযোগিতায় তিনি পাশে থাকবেন বলে আশ্বাস প্রদান করেন।

স্বাগত বক্তব্যে আলোকিত খাটকাই সমাজ কল্যাণ সংস্থার সিনিয়র সদস্য জাবেদুর রহমান রিপন বলেন, শিক্ষাদীক্ষা, শান্তি- শৃঙ্খলা প্রত্যেকটি বিষয়ে গ্রামকে এগিয়ে নিয়ে যেতে এবং খাটকাই গ্রামকে একটি আদর্শ গ্রাম হিসেবে সমাজের মানুষের কাছে তুলে ধরতে আলোকিত খাটকাই সমাজ কল্যাণ সংস্থা সবসময় কাজ করে যাবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- লুৎফুর রহমান লুতি, নুনু মিয়া, রেজাউল করিম রাজু, সিরাজ মিয়া, আব্দুল মুকিত আব্দুল মালিক, ডাঃ আব্দুর রাউফ। 

এছাড়াও সংগঠনের দায়িত্বশীল ও সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। 

এসময় প্রায় ৩ শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় ও অর্ধশতাধিক অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। 

বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ