বিজ্ঞাপন
জি ভয়েস ডেস্ক: সিলেটের ছাত্রলীগের ব্যানারে একটি মিছিল থেকে নগরীর আলিয়া মাদ্রাসা মাঠের পাশে নির্মিত সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (চরমোনাই পীর)-এর ওয়াজ মাহফিলের জন্য নির্মিত গেইট ভাংচুর করা হয়েছে। রোববার (৬ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে রোববার দুপুরে ছাত্রলীগের ব্যানারে এই মিছিল বের করা হয়। মিছিলটি চৌহাট্টা থেকে আলিয়া মাদ্রাসার দিকে যাওয়ার সময় আলিয়া মাদ্রাসার সামনে মূল সড়কের উপর নির্মিত একটি গেইট ভাংচুর করে বিক্ষোব্দ নেতাকর্মীরা। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মো: রেজাউল করীম (চরমোনাই পীর) এর ওয়াজ মাহফিল উপলক্ষ্যে এই গেইটটি নির্মাণ করা হয়েছিলো। আগামী ১২, ১৩ ও ১৪ ডিসেম্বর আলিয়া মাদ্রাসা মাঠে এই ওয়াজ অনুষ্ঠিত হওয়ার কথা।
তবে গেইট ভাংচুরের বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন সিলেট কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিঞা।
রাজধানীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্য নির্মাণ নিয়ে আপত্তি জানিয়ে আসছে ধর্মভিত্তিক বিভিন্ন গোষ্টি। ভাস্কর্য নির্মিত হলে তা ভেঙ্গে ফেলারও হুমকি দিয়ে আসছে এদের কেউ কেউ। তাদের মধ্যে চরমোনাই পীরও রয়েছেন।
ভাস্কর্য নির্মাণ ইস্যুতে ধর্মভিত্তিক দলগুলোর বিক্ষোভের মধ্যেই শুক্রবার রাতে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মানাধীন একটি ভাস্কর্য ভাংচুর করা হয়। এ ঘটনায় দুই মাদ্রাসা ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে।
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে শনিবার থেকে বিক্ষোভ করছে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠন। রোববার সিলেটে পৃথক পৃথক মিছিল হচ্ছে।