বিজ্ঞাপন
স্টাফ রিপোর্ট : সিলেট বিভাগ বাংলাদেশের উত্তর-পূর্ব প্রান্তে অবস্থিত একটি প্রশাসনিক অঞ্চল, যা সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ- এই চারটি জেলা নিয়ে গঠিত। ১৯৭১ খ্রিস্টাব্দে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পূর্ব থেকেই (অর্থাৎ পাকিস্তান আমল থেকেই) সাবেক সিলেট জেলা ছিলো চট্টগ্রাম বিভাগের অন্তর্গত। পরবর্তীকালে চারটি জেলা নিয়ে বাংলাদেশের ষষ্ঠ বিভাগ সিলেট গঠিত হয়।
হিন্দুশাস্ত্র অনুসারে শিবের স্ত্রী সতী দেবির কাটা হস্ত (হাত) এই অঞ্চলে পড়েছিলো। যার ফলে ‘শ্রী হস্ত’ হতে শ্রীহট্ট নামের উৎপত্তি বলে হিন্দু সম্প্রদায় বিশ্বাস করেন। খ্রিস্টপূর্ব চতুর্থ শতকের ঐতিহাসিক এরিয়ান লিখিত বিবরণীতে এই অঞ্চলের নাম ‘সিরিওট’ বলে উল্লেখ আছে।
ইসলামের ভিত্তিতে হযরত শাহ্ জালাল (রা.) যখন সিলেটে আসেন তখন তার শত্রুরা তাকে পাথর বা শিল দ্বারা আগলে ধরে ধরে, তখন হযরত শাহ্ জালাল (রা.) আল্লাহ্ তায়ালার উসিলায় বলেন ‘শিলা হাট’ (অর্থ্যাৎ ‘পাথর সরে যা’)। এই থেকেই নাম করণ করা হয় ‘শিলা হাট’। আস্তে আস্তে বানানকে সহজ করতে করতে ‘শিলহাট’, ‘সিলহেট’, ‘সিলেট’ নামকরণ করা হয়।
সিলেট বহু বিখ্যাত লোকের জন্মস্থান। হাসন রাজা, মেজর জেনারেল এম এ রব, রাজা গিরিশচন্দ্র রায়ের মতো অনেক বিখ্যাত লোকের জন্মস্থান সিলেট। আজ পরিচিত হবো এমনই কিছু বিখ্যাত ব্যক্তিদের সাথে।যেখানে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ এবং মৌলভীবাজারের ব্যক্তিত্বদের স্থান দেয়া হয়েছে। এই তালিকায় ব্রিটিশ বাংলাদেশী বা বাংলাদেশী মার্কিনীদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা মূলত সিলেটি বংশোদ্ভূত। তাদেরকে সিলেটিও বলা হয়। সিলেটের যেসব অংশ বর্তমানে ভারতের বরাক উপত্যকা নামে পরিচিত, তাদেরকে এই তালিকায় স্থান দেয়া হয়নি, যদিও তারা সিলেটি ভাষায় কথা বলে।
| সমাজকর্মীর তালিকায় যারা আছেন |
• স্যার ফজলে হাসান আবেদ
• রাগীব আলী (সিলেট জেলার একজন সমাজসেবক, শিল্পোপতি)
| শিক্ষাবিদের তালিকায় যারা আছেন |
• গোবিন্দ চন্দ্র দেব
• দেওয়ান মোহাম্মদ আজরফ
• মুহম্মদ জাফর ইকবাল লেখক, পদার্থবিদ ও শিক্ষাবিদ।
• অনুদ্বৈপায়ন ভট্টাচার্য,শিক্ষাবিদ,শহিদ বুদ্ধিজীবী
| ব্রিটিশ-সিলেটি রাজনীতিবিদের তালিকায় যারা আছেন |
• রুশনারা আলী, ব্রিটিশ পার্লামেন্টে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত সর্বপ্রথম বাংলাদেশি।
• আজমল মাসরুর
• লুৎফুর রহমান
• মানযিলা পলা উদ্দিন
| মুক্তিযোদ্ধাদের মধ্যে যারা আছেন |
• গোবিন্দ চন্দ্র দেব
• মোহম্মদ আতাউল গণি ওসমানী
• মোহাম্মদ আবদুর রব
| সাংবাদিকদের মধ্যে তালিকায় আছেন যিনি |
• আলতাফ হোসেইন
| সাহিত্যিকদের তালিকায় যারা আছেন |
• হাসন রাজা, একজন মরমী কবি এবং বাউল শিল্পী।
• দিলওয়ার, কবি।
• শাহ আবদুল করিম বাউল শিল্পী।
• সৈয়দ মুজতবা আলী, লেখক।
• হাসন রাজা
• হেমাঙ্গ বিশ্বাস (গন সঙ্গীত শিল্পী)
• আব্দুর রউফ চৌধুরী,লেখক ও কথাসাহিত্যিক।
• সৈয়দ সুলতান
| গীতিকারদের তালিকায় যারা আছেন |
• রাধারমণ দত্ত
• শাহ আবদুল করিম বাউল শিল্পী এবং গ্রাম-বাংলার একজন গীতিকার।
• হাসন রাজা, একজন মরমী কবি এবং বাউল শিল্পী।
বিনোদনকারীদের তালিকায় যারা আছেন -
• রুনা লায়লা, প্লেব্যাক গায়িকা।
• শুভ্র দেব, প্লেব্যাক সংগীতশিল্পী।
• সঞ্জীব চৌধুরী, সংগীতশিল্পী ও সাংবাদিক।
• সালমান শাহ, চলচ্চিত্র অভিনেতা।
• সুবীর নন্দী, প্লেব্যাক সংগীতশিল্পী।
| রাজনীতিবিদের তালিকায় যারা আছেন |
• আলতাফ হোসেইন
• আবুল মাল আবদুল মুহিত
• আব্দুস সামাদ আজাদ
• জেনারেল মোহম্মদ আতাউল গণি ওসমানী, মুক্তি বাহিনীর সর্বাধিনায়ক।
• নুরুল ইসলাম নাহিদ
• বদর উদ্দিন আহমেদ কামরান, সিলেটের সাবেক মেয়র ও আওয়ামীলীগ সদস্য।
• আরিফুল হক চৌধুরী,সিসিক মেয়র।
• বিপিনচন্দ্র পাল প্রখ্যাত বাঙালি বাগ্মী, রাজনীতিবিদ, সাংবাদিক ও লেখক।
• দেওয়ান ফরিদ গাজী, প্রাক্তন মন্ত্রী।
• মুহাম্মদ আব্দুল হক
• লুৎফুর রহমান
• রশমসের মবিন চৌধুরী
• শাহ এ এম এস কিবরিয়া
• শাহ আজিজুর রহমান
• সাইফুর রহমান
• সুরঞ্জিৎ সেনগুপ্ত
• হুমায়ূন রশীদ চৌধুরী
• সৈয়দ মহসিন আলী,সাবেক সমাজকল্যাণ মন্ত্রী।
• শাহাব উদ্দিন,বন ও পরিবেশ মন্ত্রী।
• হ্যানসেন ক্লার্ক, মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য।
• সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ,ডাকসুর সাবেক ভিপি ও সাবেক ছাত্রলীগ সভাপতি।
• নবাব আলী আব্বাছ খান
• প্রধান বিচারপতিদের তালিকায় যারা আছেন -
• সুরেন্দ্র কুমার সিনহা
• সৈয়দ জে. আর. মোদাচ্ছির হোসেন
• সৈয়দ এ. বি. মাহমুদ হোসেন
| ধর্মীয় ব্যক্তিত্বদের তালিকায় যারা আছেন |
• হযরত শাহ জালাল রাঃ, প্রখ্যাত মুসলিম সাধক।
• হযরত শাহপরান রাঃ , সিলেট অঞ্চলের একজন খ্যাতনামা মুসলিম সাধক.
• শ্রী শ্রী ঠাকুরবাণী নিত্যানন্দ গোঁসাই ,আধ্যাত্মিক সিদ্ধ মহাপুরুষ।
• রাজগোবিন্দ রাজেন্দ্র রাজা গোঁসাই ,আধ্যাত্মিক সিদ্ধ মহাপুরুষ
• শেখ ভানু
• আল্লামা মুশাহিদ আহমদ বায়ামপুরী, আলেম।
• আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী, আলেম।
• শ্রী চৈতন্য
| বিজ্ঞানীদের তালিকায় যারা আছেন |
• আতাউল করিম
• জামিলুর রেজা চৌধুরী
| ক্রীড়াবিদের তালিকায় যারা আছেন |
• অলোক কাপালি, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
• আবুল হাসান
• এনামুল হক জুনিয়র, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
• কায়সার হামিদ, মোহামেডানের একজন প্রাক্তন ফুটবলার।
• নাজমুল হোসেন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
• তাপস বৈশ্য , বাংলাদেশের একজন ক্রিকেটার।
• রাণী হামিদ, একজন বাংলাদেশী দাবাড়ু এবং বাংলাদেশের প্রথম মহিলা আন্তর্জাতিক দাবা মাস্টার।
• রাজিন সালেহ, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
| অন্যান্য উল্লেখযোগ্য মুখ |
• আনোয়ার চৌধুরী, ব্রিটিশ বাংলাদেশী কূটনীতিবিদ।
• ইকবাল আহমেদ, বাংলাদেশে জন্মগ্রহণকারী একজন ব্রিটিশ উদ্যোক্তা।
• টমি মিয়া, ব্রিটিশ বাংলাদেশী তারকা রন্ধনশিল্পী।
• রাগীব আলী, সমাজসেবক, শিল্পোপতি চাবাগান মালিক এবং জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ এবং লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা।
• হাসান মশহুদ চৌধুরী, বাংলাদেশ সেনাবাহিনীর সেনা প্রধান (সাবেক)
| বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নরদের তালিকা |
• মোহাম্মদ ফরাসউদ্দিন
• সেগুফতা বখ্ত চৌধুরী
আরো অনেক গুনি লোকের জন্মস্থান সিলেট। যারা বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে দেশের উন্নতির জন্য কাজ করে গেছেন। তাদের কথা জাতি দীর্ঘদিন শ্রদ্ধা ভরে স্মরণ করবে।
| তথ্য সূত্রে : Wikipedia |