বিজ্ঞাপন
স্টাফ রিপোর্ট : গোলাপগঞ্জে উপজেলার বাদেপাশা ইউনিয়নের উত্তর আলমপুর বাজার থেকে ছিনতাইয়ের অভিযোগে যুবককে ধরে নিয়ে যাওয়ার সময় পুলিশের ধাওয়ার ঘটনায় এলাকাবাসী কুশিয়ারা পুলিশ ফাঁড়ির সাথে মতবিনিময় করেছে। সোমবার বাদ মাগরিব পুলিশ ফাঁড়ি প্রাঙ্গণে এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কুশিয়ারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজি উল্লাহ খান, ১০নং উত্তর বাদেপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ। বক্তব্য রাখেন ৬নং ওয়ার্ডের মেম্বার বোরহান উদ্দিন, রাজনীতিবিদ আলিম উদ্দিন বাবলু, সাবেক মেম্বার জামাল উদ্দিন, সালেহ আহমদ, কামাল উদ্দিন, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সেক্রেটারী উস্তার উদ্দিন, লুৎফুর রহমান মাষ্টার, আব্দুল করিম, রুহুল আমীন, উত্তর আলমপুর গ্রামের বিশিষ্ট মুরব্বী হাজী তেরা মিয়া, মুহিব আলী,হাফিজ গৌছ উদ্দিন আব্দুর রহমান, হাসন আলী, মিনহাজ উদ্দিন, সালেহ আহমদ সাকের, লোকমান আহমদ, বাহার উদ্দিন প্রমুখ। এছাড়াও গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুব সমাজ।
এসময় এলাকাবাসী পুলিশের ওপর হাামলাকারীদের নাম সনাক্ত করে হামলাকারীদের নাম কুশিয়ারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এর কাছে প্রদান করে। হামলাকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য এলাকাবাসী দাবী জানান।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারী শুক্রবার সন্ধ্যার সময় ছিনতাই মামলার আসামী উত্তর আলমপুর গ্রামের পংকি মিয়ার ছেলে রেদওয়ান আহমদকে গ্রেফতার নিয়ে যাওয়ার সময় থাকে ছিনিয়ে নিতে পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে উত্তর আলমপুর এলাকার কয়েকজন যুবক।