বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: কিডনী রোগে আক্রান্ত সাইদুল বান্না আকিব অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।
রোববার (৭ মার্চ) দুপুর আড়াইটার দিকে রাজধানী ধানমণ্ডিস্থ ইবনে সিনা হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেন আকিবের বড় ভাই হাসানুল বান্না জনি।
সাইদুল বান্না আকিব বিয়ানীবাজার সরকারি কলেজের স্নাতক (পাস) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি উপজেলার মাথিউরায় হলেও দীর্ঘদিন ধরে তার পরিবার বিয়ানীবাজার পৌরসভার ফতেহপুর এলাকায় বসবাস করছেন।
জানা যায়, গত দেড় বছর যাবৎ কিডনী রোগে আক্রান্ত হয়ে হাসপাতালের আইসিইউতে জীবন-মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন আকিব। তার চিকিৎসকরা কিডনী ট্রান্সপ্লান্টের পরামর্শ দিয়েছিলেন। কিন্তু তার আগেই পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি দিয়েছে আকিব। তার জানাজার নামাজের সময় সূচি এখনো নির্ধারণ হয়নি।