Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: সোমবার, ১৫ মার্চ, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2022-10-18T20:37:04Z
সাহিত্য

নিশিরাতে মেঘবালিকা : জয়নাল আবেদীন

বিজ্ঞাপন

নিশিরাতে মেঘবালিকা
জয়নাল আবেদীন

ঘুম ভাঙলো নিশিরাতে
মেঘবালিকার ডাকে,
দেখলাম তারে
চাঁদের আলোয়
বাতায়নের ফাঁকে।
করছিলো মেঘের
সাথে খেলা,
তখন ছিলো
রাত নিশি বেলা।
দেখতে অপরূপা
যেন চাঁদের পরী, 
ডেকে বল্লাম,
মেঘবালিকা 
ওখানে কি
তোর বাড়ি?
বলে দেনা 
তোর কাছে 
কেমনে আসতে পারি। 
উত্তরে বলল না,
তুই একটা 
দুষ্ট বালক 
আমার দিকে
এমন করে 
তাকাস না,যাহ।
হেসে বল্লাম,
পাগলি একটা তুই
তোর রূপে মুগ্ধ হয়ে 
মন চায় ছুঁই।
বলল মোরে
এতো মুগ্ধ 
হসনে দেখে
মেঘ কাটলে 
হারিয়ে যাই
আকাশের ফাঁকে।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ