বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: সিলেটের গোলাপগঞ্জে সরকার ঘোষিত লকডাউন অমান্য করে অবৈধ ভাবে শপিং সেন্টার খুলা রাখা, মাস্ক ছাড়া বাইরে ঘুরাফেরা করায় ৩টি মামলায় ১০ হাজার ২'শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত৷
শুক্রবার (১৬ এপ্রিল) বিকেলে উপজেলার ঢাকাদক্ষিণ বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপমা দাস। এসময় গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ সহযোগিতা করে।
তিনি বলেন, সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে গোলাপগঞ্জ উপজেলা প্রশাসন মাঠে কাজ করে যাচ্ছে। মাস্ক ছাড়া বাইরে ঘুরাফেরা ও অবৈধভাবে শপিং সেন্টার খুলা রাখায় ৩ টি মামলায় ১০ হাজার ২'শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।