বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: সিলেটের পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় গোলাপগঞ্জের একই ইউনিয়নের ২জন নিহত হয়েছে। রোববার (৩ মে) রাত ১১ টার দিকে সিলেট সদর উপজেলার বটেশ্বরের জালালনগর এলাকায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ফুলবাড়ি উত্তরপাড়া গ্রামের মাহমদ আলীর ছেলে লাকি আহমদ (৩৭) মারা যান। তিনি বটেশ্বর বাজারের নৈশ্যপ্রহরীর ছিলেন বলে জানা যায়।
স্থানীয়রা জানান, রাতে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেল ধাক্কা দিলে নৈশ্যপ্রহরী লাকি গুরুতর আহত হোন। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেলে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
লাকি আহমদ মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন লাকির ছোট ভাই শাহিন আহমদ।
এদিকে একই দিন রাত দেড়টার দিকে সিলেট-তামাবিল সড়কের দরবস্ত এলাকায় ট্রাক চাপায় ঘটনাস্থেই মারা যায় উপজেলার একই ইউনিয়নের ফুলবাড়ি মিরাপাড়া গ্রামের মৃত মজনুর আলীর ছেলে সুহেল আহমদ (২৮)। এ ঘটনায় আরো দুজন নিহত হন। এরমধ্যে সুলতান আহমদ নামের অরেক নিহতের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি বলে প্রাথমিকভাবে জানা গেলেও অপর নিহতের পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, দরবস্ত বাজারের পাশে সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয় খেলার মাঠের সামনের সড়কে একটি ট্রাক মোটরসাইকেল গ্যারেজে হঠাৎ ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই গ্যারেজ মালিক সহ ২জন মোট সাইকেল নিহত হন। এতে আরো ২জন আহত হন বলেও স্থানীয়রা জানায়।
সুহেল আহমদ নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাতিজা মুন্না আহমদ৷