Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: সোমবার, ৩ মে, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-05-03T09:34:04Z
সিলেট

জৈন্তাপুরে ৩ জন নিহতের ঘটনায় ঘাতক ট্রাক চালক আটক

বিজ্ঞাপন

ডেস্ক রিপোর্ট: সিলেট-তামবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলায় ট্রাক চাপায় ৩জন নিহতের ঘটনায় ঘাতক ট্রাক চালকে আটক করেছে পুলিশ। সোমবার (৩ মে) রাতে জৈন্তাপুর থানা পুলিশ তাকে আটক করে।

সিলেটের জৈন্তাপুরে সড়কে দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। রোববার (১ মে) দিবাগত রাত ১টা ৪০ মিনিটের দিকে উপজেলার দরবস্ত পয়েন্টে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, একটি ইট বুঝাই ট্রাক জাফলং যাওয়ার পথে দরবস্ত বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেল গ্যারেজে ঢুকে যায়। এতে গ্যারেজের মেকানিক সহ সেখানে বসা অপর দুইজন মোট ৩ জন ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া আরও দুজন আহত হন। এদের মধ্যে আহত রুবেল ও সুমন নামে দুজনকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হলে সকালে রুবেলকে ছেড়ে দেয়া হয় এবং সুমন চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই জয়নাল।

মধ্যরাতের দুর্ঘটনার নিহতরা হলেন- কানাইঘাট উপজেলার নয়াগ্রাম পশ্চিম এলাকার সিফাতুর রহমানের ছেলে আশিক আহমদ (৩৫), একি গ্রামের মৌলভী সহরউল্লার ছেলে মিনহাজ উদ্দিন সুলতান (২৮) গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি এলাকার মছনুর রহমানের ছেলে সুহেল আহমদ (৩০)।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ