Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: শনিবার, ৫ জুন, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-06-05T16:52:36Z
বিয়ানীবাজার

বিয়ানীবাজার মিনি বাস টার্মিনাল : উদ্বোধনের দু'দিন আগেই ধসে পড়লো সীমানা প্রাচীর

বিজ্ঞাপন

ডেস্ক রিপোর্ট : প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে বিয়ানীবাজার পৌর মিনিবাস টার্মিনাল। আগামী ৮ জুন এ বাস টার্মিনাল আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। কিন্তু উদ্বোধনের দুই দিন আগে মিনি বাস টার্মিনালের পশ্চিম পাশের সীমানা দেয়াল ধসে পড়ে শুক বার দিবাগত রাতের কোন এক সময়।

স্থানীয়রা অভিযোগ করেন নির্মাণ ত্রুটির কারণে উদ্বোধনের আগেই দেয়ালটি ধসে পড়েছে।

পৌরসভা সূত্রে জানা যায়, পৌর মিনি বাস টার্মিনালের অবকাঠামো নির্মাণে ব্যয় হয়েছে ১ কোটি ৭৮ লাখ টাকা। অবকাঠামো নির্মাণ করে ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স আশা এন্টারপ্রাইজ। ভূমি ক্রয়সহ এ মিনিবাস টার্মিনালে ব্যয় হয়েছে প্রায় ৫ কোটি টাকা।

পৌরসভার উপ প্রকৌশলী হেলাল উদ্দিনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি এ বিষয়ে জানেন না জানিয়ে বলেন, গত ৯ মার্চ তিনি যোগদান করেছেন। লকডাউনের সময় তিনি ছুটি নিয়েছেন৷ বর্তমানে ছুটি আছেন।

এ বিষয়ে জানতে পৌরসভার নকশাকার আশরাফুল ইসলামকে মুঠোফোনে কল দিলে তিনি সংযোগ কেটে দেন।

পৌর মেয়র আব্দুস শুকুর বলেন, খবর পেয়ে সকালে পরিদর্শন করেছি। ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে কথা হয়েছে তারা দুই একদিনের মধ্যে পুর্ননির্মান করে দেবেন। তিনি জানান, শুক্রবার রাতের ভারি বর্ষণের কারণে দেয়াল ধসে পড়েছে।

বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ