Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: শনিবার, ৩ জুলাই, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-07-03T10:45:58Z
গোলাপগঞ্জ

যে কারণে ছেলে-শালারা মিলে খুন করেন গোলাপগঞ্জের তোতা মিয়াকে

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জে সম্পত্তির জেরে তোতা মিয়া (৫৫) নামে এক  বৃদ্ধকে কুপিয়ে খুন করেছে তার আপন তিন ছেলে, দুই শালা ও অন্য একজন।  

গতকাল শুক্রবার (২ জুলাই) রাত ৮ টার দিকে উপজেলার বাঘা ইউনিয়নের পরগণা বাজারে এ ঘটনা ঘটে।

নিহত তোতা মিয়া পরগণা বাজার এলাকার মৃত আখমল আলীর ছেলে। 

নিহতের আপন ভাগনে নেওয়াজ উদ্দিন খা জানান, দীর্ঘদিন থেকে আমার মামার সাথে তার সন্তানদের সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। বার বার সম্পত্তি তাদের নামে লিখে দেওয়ার জন্য তারা চাপ দেয়। আগেও সম্পত্তির কারণে তারা তাদের পিতার উপর আক্রমণ করে। গত ৩ মাস আগে মামার এক মেয়ের বিয়ে হয়। বিয়ের পর ওনার ছেলেরা তাদের মাকে নিয়ে নানা বাড়ি চলে যায়। এসময় তিনি একা হয়ে যান। বার বার তিনি তাদেরকে বাড়িতে আসার কথা বললেও তারা বাড়িতে আসেনি। এরপর গত ১৮ দিন পূর্বে তিনি একা হয়ে যাওয়ায় আরও একটি বিয়ে করেন। এতে সন্তানদের ক্ষোভ আরও বেড়ে যায়। পরগণা বাজারে তোতা ম্যানশন নামে একটি মার্কেটও রয়েছে ওনার। সম্পত্তি-দ্বিতীয় বিয়ের কারণে মামাকে হত্যা করা হয়েছে। 

তিনি বলেন, আমার মামার তিন ছেলে মাছুম আহমদ (২৮), রাজিম (২৫), তামিম (২০), ওনার প্রথম স্ত্রীর দুই ভাই জামাল (৪৫), সেবুল (৪০) ও আলাল (৩০) নামে এরা কয়েকজন পরগণা বাজারে ওনাকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে ওসমানী মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ওনার মৃত্যু হয়। এঘটনায় আমরা মামলা করব। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পরগণা বাজারে দাঁড়িয়ে ছিলেন তোতা মিয়া। কিছু বুঝে উঠার আগেই পিছন দিক থেকে ওনাকে দাঁ দিয়ে পিঠের মধ্যে কোপ দেয়া হয়। এরপর শাবল দিয়ে মাথায় আঘাত করা হয়। এসময় স্থানীয়রা চিৎকার শুরু করলে তারা পালিয়ে যায়।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী জানান, মা-বাবার মধ্যে পারিবারিক টানাপোড়ন- সম্পত্তির জের ধরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ