Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: শনিবার, ৩ জুলাই, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-07-03T07:22:50Z
সিলেট

সিলেটে নববধূর সামনে কান ধরে ক্ষমা চাইলেন বর, গুনলেন জরিমানাও

বিজ্ঞাপন

জি ভয়েস ডেস্ক: বিয়ের আনুষ্ঠানিকতা সেরে গাড়িতে করে ফিরছিলেন বর-কনে। বরযাত্রী নিয়ে ফেরার পথে ধরা পড়লেন পুলিশের হাতে।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নববধুর সামনে কান ধরে ক্ষমা চাইলেন বর।মন গলেনি ম্যাজিস্ট্রেটের সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ছবি পোষ্ট করে প্রতিবাদ করছেন অনেকে।

শুক্রবার (২ জুন) বিকেলে নগরীর প্রবেশদ্বার হুমায়ন রশিদ চত্বরে এ ঘটনা ঘটে।

সরেজমিন দেখা যায়, লাল বেনারসি পরা নববধূকে নিয়ে একটি নোহা মাইক্রোবাসে বসা ছিলেন বর। বর-কনেসহ গাড়িতে ছিলেন ৯ যাত্রী। লকডাউন ভাঙার কারণ জিজ্ঞেস করলেও সদুত্তর দিতে পারেননি তারা। তখন বরের সঙ্গীয় যাত্রী সার্জেন্ট হাসানের কানে ফোন তুলে দেন। তিনি কথা বলে জানান, ওখানে মিডিয়া ও থানার লোকজন উপস্থিত, আমার কিছুই করার নেই।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, কঠোর লকডাউন অমান্য করে বিয়ের আয়োজন করায় সিদ্ধান্তের জন্য ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে তলব করা হয়েছে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদেরকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

বরপক্ষের লোকজন জানান, লকডাউনে সবধরণের সামাজিক অনুষ্ঠানে নিষেধাজ্ঞা আছে সেটা তারা জানতেন। কিন্তু বিয়ের তারিখ আগেই নির্ধারিত থাকায় বিশেষ অসুবিধার কারণে তারা তারিখ পরিবর্তন করতে পারেননি। তাই সীমিত পরিসরে শুধু একটিমাত্র মাইক্রোবাস নিয়ে তারা কনেকে আনতে গিয়েছিলেন। এরমধ্যেই তারা ভ্রাম্যমান আদালতের মুখোমুখি হতে হয়েছে।

তারা আরো জানান,গতকাল থেকে আজ শুক্রবার পর্যন্ত সিলেটে অনেক বড় বড় অনুষ্টান হতে দেখলাম হাজার হাজার মানুষের সমাগম হতে দেখলাম। তখন তো পুলিশ ম্যাজিস্ট্রেট কাউকে অভিযান করতে দেখিনি।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ