বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জে কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠে অবস্থান করছে আইনশৃঙ্খলা বাহিনী। উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় চেকপোস্ট বসিয়ে নজরদারি জোরদার করা হয়েছে। সরকারি নির্দেশনা অমান্য ও স্বাস্থ্যবিধি না মানায় ২৩ টি মামলায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।
জানা যায়, সরকারি নির্দেশনা অমান্য ও স্বাস্থ্যবিধি না মানায় গোলাপগঞ্জের আমার বাড়ি রেষ্টুরেন্টকে ৫ হাজার, বনরাজ রেষ্টুরেন্টকে ৩ হাজার, মিতা রেষ্টুরেন্টকে ২ হাজার ও লাকি হোটেলকে ১হাজার টাকাসহ বিভিন্ন অপরাধে ২৩টি মামলায় ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ গোলাম কবীর।
তিনি বলেন, লকডাউন বাস্তবায়নে প্রশাসন তৎপর রয়েছে। স্বাস্থ্যবিধি না মানাসহ বিভিন্ন অপরাধে তাদের জরিমানা করা হয়। সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মানতে জনসাধারণকে সতর্ক করা হয় বলে তিনি জানান।