বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : বরিশালের বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন লুঙ্গি পরেই অফিস করেছেন। শুক্রবার লুঙ্গি পরে অফিস করার সময় তার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
ছবিতে দেখা যায়, সাদা চেক টি-শার্ট ও সাদা একটি চেক লুঙ্গি পরে মুখে মাস্ক দিয়ে বানারীপাড়া থানার নিজ অফিস কক্ষে বসে আছেন ওসি মো. হেলাল উদ্দিন।
এ বিষয়ে থানার অন্যান্য পুলিশ সদস্যরা জানান, থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিনের শরীরে একটি বিষফোঁড়া অপারেশন করার কারণে অসুস্থ হয়ে প্রায় তিন সপ্তাহ ধরে নিজ বাসায় ছুটিতে ছিলেন। পরে তিনি শারীরিকভাবে সুস্থ হয়ে লুঙ্গি পরেই অফিস করা শুরু করেন। শুক্রবার তার পোশাক পরতে কষ্ট হওয়ার কারণে লুঙ্গি পরেই অফিস করছিলেন।
এদিকে ফেসবুকের বিভিন্ন গ্রুপে লুঙ্গি পরে অফিস করার ছবি শেয়ার করলে তা ভাইরাল হয়ে যায় এবং ওসি মো. হেলাল উদ্দিন কর্তব্যপরায়ণ ও দায়িত্বশীল পুলিশ অফিসার হিসেবে আলোচিত হন।