বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: প্রতিদিন এই পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে চলে যাচ্ছেন অগণিত মানুষ। ক’জনকেই বা মানুষ মনে রাখে। তবে মনে রাখার মতোই একজন মানুষ ছিলেন সামছুল হক (নানা) স্যার।
মঙ্গলবার (৬ জুলাই) সকাল ১১ টায় উপজেলার পৌর শহরের কদমতলীস্থ হক ভিলায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্না-লিল্লাহ ওয়া...রাজিউন)।
জানা যায়, তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন।
সামছুল হক (নানা) স্যার গোলাপগঞ্জ উপজেলার একজন প্রবীণ শিক্ষক ছিলেন। তিনি রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, সরকারী এম সি একাডেমি স্কুল ও কলেজের খন্ডকালীন শিক্ষকও ছিলেন। হাজার-হাজার মানুষ গড়ার কারিগর হচ্ছেন তিনি৷ যার কাছে শিক্ষা লাভ করে দেশ-বিদেশে প্রতিষ্ঠিত হয়েছেন বহু শিক্ষার্থী।
নানা স্যারের মৃত্যু শোক নেমে এসেছে গোলাপগঞ্জ উপজেলা জুড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে অনেকেই ওনার মৃত্যুতে শোক জানাচ্ছেন।
মরহুমের প্রথম জানাযার নামাজ আজ বাদ আসর ফুলবাড়ি বড় মোকাম ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।