Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: সোমবার, ৫ জুলাই, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-07-05T15:13:52Z
গোলাপগঞ্জলিড নিউজ

গোলাপগঞ্জে বিধিনিষেধ অমান্য করায় ১১হাজার ৭শত টাকা জরিমানা

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক : করোনার সংক্রমণরোধে দেশব্যাপী সাত দিনের কঠোর লকডাউনের তৃতীয় দিনেও মাঠে সক্রিয় ছিলো প্রশাসন। লকডাউন পালনে আইনশৃঙ্খলা বাহিনী আজও উপজলেয়ার গুরুত্বপূর্ণ স্থানগুেলোতে চেকপোস্ট বসিয়েছিল।

সোমবার সকাল থেকেই লকডাউন বাস্তবায়নে ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

এ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ গোলাম কবীর। 

অভিযানে সরকারি বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি অমান্য করায় বিভিন্ন জনকে ১৬ টি মামলায় ১১হাজার ৭শত টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম কবির জরিমানা ও কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধে এরকম অভিযান অব্যাহত থাকবে। সেইসাথে জনসাধারণকে স্বাস্থ্যবিধি ও সরকারি বিধি-নিষেধ মেনে চলতে এবং জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার জন্য অনুরোধ জানানো তিনি।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ