Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: বুধবার, ৪ আগস্ট, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-08-06T15:53:46Z
গোলাপগঞ্জলিড নিউজ

গোলাপগঞ্জে আগামীকাল টিকা পাবেন ৬৬০০ জন

বিজ্ঞাপন


নিজস্ব প্রতিবেদক : সারাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক দেশের সব ইউনিয়নের ১নং ওয়ার্ডে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। 

আগামীকাল শনিবার সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত শুরু হওয়া গোলাপগঞ্জের ১১ টি ইউনিয়নের ১১টি কেন্দ্রে ৬৬০০ জন মানুষ টিকা গ্রহণ করতে পারবেন। 

এদিকে তালিকায় গোলাপগঞ্জ সদর ইউনিয়নের নাম না থাকায় মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এসব বিষয় নিয়ে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.শাহীনুর ইসলাম শাহিনের সাথে কথা হলে তিনি জানান, গোলাপগঞ্জ সদর ইউনিয়নের সাবেক ১নং ওয়ার্ড বর্তমানে পৌরসভার অংশ। আমাদের ইউনিয়ন, পৌরসভা সব দেখতে হচ্ছে। 

তিনি বলেন, যে কেন্দ্রের নাম তালিকায় দেয়া আছে শুধু ঐ কেন্দ্রের ঐ ওয়ার্ডের পঁচিশোর্ধ্ব ৬০০ জন টিকা গ্রহণ করতে পারবেন। প্রতিটি কেন্দ্রে ৩ টি করে বুথ বসানো হবে। যারা টিকা গ্রহণ করতে আসবেন সবাইকে মাস্ক পরিধান করতে হবে। টিকা কেন্দ্রে স্বাস্থ্য বিধি মানার ব্যাপারে সর্বোচ্চ নজরদারি দেওয়া হবে।  আগামীকাল ১১ টি কেন্দ্রে ৬০০ জন করে ৬৬০০ জনকে আমরা টিকা প্রদান করব।  

উপজেলার ১১ টি ইউনিয়নের টিকাদান কেন্দ্র গুলো হলো:

বাঘা ইউনিয়নের নলুয়া কান্দিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোলাপগঞ্জের ২ নং রণকেলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফুলবাড়ি ইউনিয়ন উত্তরভাগ আলিয়া মাদ্রাসা, বুধবারী বাজার ইউনিয়নের কটলীপাড়া মহিলা মাদ্রাসা, আমুড়া ইউনিয়নের আমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, লক্ষীপাশা ইউনিয়নের শাহ হক সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাদক্ষিণ ইউনিয়নের কানিশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, লক্ষণাবন্দ ইউনিয়নের ১ নং চৌধুরী বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাদেশ্বর ইউনিয়নের উজান মেহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাদেপাশা ইউনিয়নের আমকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শরিফগঞ্জ ইউনিয়নের রাংজিওল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ