বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জ ঘোষগাঁও ইসলামিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম, বিশিষ্ট আলেমেদ্বীন, মাওলানা শায়খ আব্দুল কুদ্দুছ'র জানাযা আজ সকাল ১০ টায় গোলাপগঞ্জ সরকারি এমসি একাডেমি মাঠে অনুষ্ঠিত হবে।
গতকাল বুধবার (৪ আগস্ট) সকাল ১১ টা ৪০ মিনিটের দিকে তিনি নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি উপজেলার পৌরসভার উত্তর ঘোষগাঁও এলাকার মৃত আত্তর আলীর পুত্র।
জানা যায়, দীর্ঘদিন যাবত থেকে তিনি বার্ধক্যজনিত রোগী ভুগছিলেন। এর আগে তিনি চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি ছিলেন। অবস্থা খারাপ থাকায় হাসপাতাল থেকে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়।