বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক:: গোলাপগঞ্জে ঢিলেঢালা লকডাউনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৪ মামলায় ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
শনিবার (৭ আগষ্ট ) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার হেতিমগঞ্জে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।
জানা যায়, লকডাউনে সরকারি নির্দেশনা অমান্য করে দোকানপাট খুলা, মাস্ক পরিধান না করা, স্বাস্থ্য বিধি না মানায় এ জরিমানা আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম কবির। এসময় সেনাবাহিনী ও গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ সহযোগিতা করে।
গোলাম কবির বলেন, সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।