বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জে উৎসব মুখর পরিবেশে শেষ হয়েছে প্রাথমিক পর্যায়ের ভ্যাকসিনেশন ক্যাম্পেইন। এর মধ্যে উপজেলার ১১টি ইউনিয়নের ১১টি কেন্দ্রে ৬২২৭ জন টিকা গ্রহণ করেছেন।
শনিবার (৭ জুলাই) সকাল ৯টায় শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত চলে এ টিকাদান।
সকাল থেকে শুরু হওয়া বিকেল পর্যন্ত উপজেলার ১১টি কেন্দ্রে সিলেট জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনায় প্রশংসনীয় ভূমিকা পালন করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। প্রতিটি কেন্দ্রে টিকা গ্রহণ করতে আসা মানুষের মধ্যে স্বাস্থ্য বিধি মানানোর ব্যাপারে ব্যাপক ভূমিকা পালন করে তারা। টিকা গ্রহণ করতে আসা বয়স্কদের ধরে ধরে কেন্দ্রের ভিতরে নিয়ে আসেন। টিকা কেন্দ্রে আসা মানুষের মাঝে পুলিশের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।
এদিন সকালে উপজেলার টিকাদান কেন্দ্র পরিদর্শনে আসেন ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন, গোলাপগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ হারুনূর রশীদ চৌধুরী।