বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : সিলেটের গোলাপগঞ্জে নির্বাচনকে কেন্দ্র করে পুলিশের সাথে গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (২৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার সিলেট-জকিগঞ্জ সড়কের ফুলবাড়ি ইউনিয়নের বৈটিকর বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে৷ এ ঘটনায় এক সাইকেল মেকানিকের মৃত্যু হয়েছে। এছাড়াও এ সংঘর্ষে ৮/১০ পুলিশ সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে।
নিহত সাইকেল মেকানিকের নাম আব্দুস সালাম (৪০)। সে লক্ষিপাশা ইউপির রামপা দক্ষিণ ভাগ এলাকার বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাত ৮টার দিকে গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নে দুটি ভোটকেন্দ্রের উত্তেজনাকে কেন্দ্র করে বৈটিকর এলাকায় পুলিশ ও গ্রামবাসীর মধ্যে তুমুল সংঘর্ষ শুরু হয়। এসময় পুলিশ সহ কয়েকজন এলাকাবাসী আহত হন। এসময় আব্দুস সালাম নামের একজন আহত হয়ে মৃত্যুবরণ করেন। তবে তিনি কিভাবে মৃত করেছেন তা সঠিক কেউ বলতে পারেনি।
নিহতের বিষয়টি নিশ্চিত করে জসিম উদ্দিন জি ভয়েস টোয়েন্টিফোর কে বলেন, গুলিবিদ্ধ হয়ে আমার পিতা মৃত্যুবরণ করেছেন।
এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানা ওসি মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী সহ অনেকের মুঠোফোনে বার বার কল দিলেও তারা রিসিভ করেনি। এজন্য প্রশাসনের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।