বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নে আওয়ামী লীগের নৌকার প্রার্থী মো.আব্দুল করিম খান পূর্ব ফুলসাইন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে মাত্র ২ ভোট পেয়েছেন। ১১টি ভোট কেন্দ্রে তিনি সর্বমোট ১৩৯ ভোট পেয়ে জামানত হারান।
রোববার (২৬ ডিসেম্বর) চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার উপজেলা নির্বাচন অফিসার সাইদুর রহমান।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, পূর্ব ফুলসাইন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১,৮৭৪। এ কেন্দ্রে ঘোড়া প্রতীকের প্রার্থী ওজি মোহাম্মদ কাওছার পেয়েছেন ১,২৫৩ ভোট। লাঙ্গল প্রতীক নিয়ে মো.খলকুর রহমান পেয়েছেন ১৬০ ভোট। আনারস প্রতীকের প্রার্থী মো.মহিবুর রহমান দাইয়ান পেয়েছেন ২ ভোট।
১১ টি ভোট কেন্দ্রের সবকটিতেই একেবারে বাজে অবস্থা ছিলো নৌকার প্রার্থী আব্দুল করিম খানের। আব্দুল করিম খানকে দলীয় মনোনয়ন দেওয়ার পর থেকে তাকে নিয়ে মানুষ হাসাহাসি করে। বিপুল ভোটে হারবেন সেই সাথে জামানত হারাবেন বলে মানুষ আগেই বলাবলি করতেন।
লক্ষণাবন্দ ইউনিয়নে সর্বমোট ভোটার সংখ্যা ২৩,২৪৮। এ ইউনিয়ন থেকে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী খলকুর রহমান ৯,০৩২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৭,২২৬ ভোট৷ আনারস প্রতীক নিয়ে মো.মহিবুর রহমান দাইয়ান পেয়েছেন ৪৫ ভোট।