Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-12-27T09:00:15Z
গোলাপগঞ্জ

গোলাপগঞ্জে ৫৪ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সবচেয়ে কম ভোট পেলেন দাইয়ান

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিনিধি : চতুর্থ ধাপের ইউনিয়ন (ইউপি) পরিষদ নির্বাচনে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ১০ ইউনিয়ন থেকে ৫৪ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ৫৪ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সব চেয়ে কম ৪৫ ভোট পেয়েছেন উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের আনারস প্রতীকের প্রার্থী মো.মহিবুর রহমান দাইয়ান। 

রোববার (২৬ ডিসেম্বর) রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটার্ণিং কর্মকর্তা, উপজেলা নির্বাচন অফিসার সাইদুর রহমান। 

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১০টি ইউনিয়নে ৫৪ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত ১০ জন, জাতীয় পার্টির ৩ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন, জমিয়তে উলামায়ে ইসলামের একজন, জাসদের একজন, বিদ্রোহী ৪ জন, বিএনপির (স্বতন্ত্র) ১৫ জন, জামায়াতের (স্বতন্ত্র) ৮ জন, (সরাসরি কোনো রাজনৈতিক দল নয় এমন) স্বতন্ত্র ১৩ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। 

৫৪ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ১১টি কেন্দ্রে ৪৫ ভোট পেয়েছেন মো.মহিবুর রহমান দাইয়ান। এছাড়াও তিনি ১ টি কেন্দ্রে ০০ ভোট পেয়েছেন। 

বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ