Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২
সর্বশেষ সংষ্করণ 2022-02-13T16:38:47Z
গোলাপগঞ্জ

গোলাপগঞ্জে এইচএসসির ফলাফলে শীর্ষে এমসি একাডেমি

বিজ্ঞাপন

স্টাফ রিপোর্ট : গোলাপগঞ্জে এবার এসএসসি পরীক্ষায় পাশের হার ৯৭.১৭ শতাংশ ও জিপিএ ৫ পেয়েছে ১২৯ জন শিক্ষার্থী।

রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ফলাফলের আনুষ্ঠানিক ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গোলাপগঞ্জে উপজেলার মাধ্যমিক অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১৬ টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এ বছর ২২৬২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এরমধ্যে পাশ করেছে ২১৯৮ জন শিক্ষার্থী। পাশের হার ৯৭.১৭ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ১২৯ জন শিক্ষার্থী। সবচেয়ে বেশি ৬৩ টি জিপিএ ৫ লাভ করেছে সরকারি এমসি একাডেমি।

এছাড়াও উপজেলা থেকে আলীম পরীক্ষায় অংশ নেয় ৫টি শিক্ষাপ্রতিষ্ঠান তবে কোন জিপিএ- ৫ আসেনি। সর্বমোট ২০৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এরমধ্যে উত্তীর্ণ হয়েছে ১৯৪ জন। পাশের হার ৯৫.৫৬ শতাংশ।

উপজেলা থেকে আলীম পরীক্ষায় অংশ নেয় ৫টি শিক্ষাপ্রতিষ্ঠান। সর্বমোট ২০৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এরমধ্যে উত্তীর্ণ হয়েছে ১৯৪ জন। পাশের হার ৯৫.৫৬ শতাংশ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ পাল বলেন, গত বারের চেয়ে এবারের রিজাল্ট আশানুরূপ হয়েছে, বেড়েছে পাশের হার।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ