Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
সর্বশেষ সংষ্করণ 2022-02-19T15:53:08Z
জৈন্তাপুর

জৈন্তাপুরে খাঁসিয়ার গুলিতে বাংলাদেশী আহত

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর সীমান্তে ঘিলাতৈল এলাকায় ভারতীয় খাসিয়া গুলিতে এক বাংলাদেশী নাগরিক আহত হয়েছে ৷ 

আজ শনিবার সকাল  ১১ টায় জৈন্তাপুর উপজেলার ১২৮৬ মেইন পিলার হতে অনুমান ৬০০ গজ ভারতের অভ্যন্তরে হেওয়াই বস্কি নামক স্থানে বাংলাদেশী প্রবেশ করলে ভারতীয় খাসিয়ারা  ৭ হতে ৮ রাউন্ড গুলি ছুড়ে। 

এ ঘটনায় জৈন্তাপুর উপজেলার ঘিলাতৈল গ্রামের মো. রমজান আলীর ছেলে মো. ইমন আলী (২৫) আহত হয়৷ গুলি খেয়ে আহত অবস্থায় পালিয়ে বাংলাদেশে ফিরে আসে ৷ পরে  তার নিকট আত্মীয়রা তার উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে জান ৷ 
এলাকাবাসী জানান, অতি সম্প্রতি ঘিলাতৈল, টিপরাখলা, ফুলবাড়ী, কমলাবাড়ী এবং গোয়াবাড়ী এলাকা দিয়ে চোরাকারবারী চক্রের সদস্যরা দিন কিংবা রাতে ভারতীয় গরু মহিষ বাংলাদেশে নিয়ে আসে ৷ এজন্য ভারতীয় খাসিয়াদের সুপারী বাগান ক্ষতি সাধিত হয় ৷ যার কারনে ভারতীয় খাসিয়ারা ক্ষিপ্ত হয়ে অনেক সময় তাদের ফসল রক্ষা করতে বাংলাদেশীদের উপর গুলি ছুড়ে ৷ 

এ বিষয়ে আহত ইমন আলীর পিতা রমজান আলীর সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি ৷

জৈন্তাপুর ক্যাম্পের সাথে যোগাযোগ করা হলে, তারা বলে এ বিষয়ে কোন তথ্য তাদের জানা নেই ৷ এমনকি কেউ এবিষয়ে কিছু তাদের জানায়নি ৷ বিষয়টির খোঁজ খবর নিচ্ছেন ৷ 

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমদ বলেন, লোক মুখে খবর পান ভারতীয় খাসীয়ার গুলিতে বাংলাদেশী নাগরিক আহত হয়েছে ৷ বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে ৷ 
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ