Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: সোমবার, ২৮ মার্চ, ২০২২
সর্বশেষ সংষ্করণ 2022-03-27T19:46:42Z
মৌলভীবাজার

শ্রীমঙ্গলে ফাগুয়া উৎসব

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিনিধি : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে  চা জনগোষ্ঠীর  ঐতিহ্যবাহী ফাগুয়া উৎসব অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (২৭ মার্চ) উপজেলার ফুলছড়া চা-বাগান মাঠে এই উৎসব অনুষ্ঠিত হয়।  

দেশে চা জনগোষ্ঠীর ছোট বড় ৪৫টি জাতির মধ্যে ১১টি জাতিগোষ্ঠী এই উৎসবে তাদের নিজস্ব ঐতিহ্য আর সংস্কৃতি তুলে ধরে। উরিষ্যারা পত্রসওরা, নৃত্যযোগী-যোগীয়ানী, হাড়ী নৃত্য, ভজনা, মঙ্গলা, পালা ও চড়াইয়া নৃত্য, ভূমিজরা ঝুমুর নৃত্য, মুন্ডারা লাঠি নৃত্য, সাঁত্ততালরা ডং ও নাগড়ে, ভোগপুরিরা গুরুভজন-হোলিগীত, মাহাতো কুর্মীরা  লাঠি ও ঝুমুর নৃত্য, বাড়াইক ফাগুয়া, করম, দলীয় ঝুমুর নৃত্য সারদী, তেলেগুরা দলীয় লাটি ও ডাল নৃত্য ও দেশওয়ারীরা হোলীগীত ও বিরহ নৃত্য পরিবেশন করে। 

উৎসব আয়োজক কমিটির আহব্বায়ক রাজঘাট ইউনিয়নের চেয়ারম্যান বিজয় বোনার্জী জানান, দিনে দিনে চা জনগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি হারিয়ে যাচ্ছে। আমরা চা জনগোষ্ঠীর হারিয়ে যাওয়া সংস্কৃতি ধরে রাখার জন্যই এই উৎসবের আয়োজন করেছি। সিলেট বিভাগের বিভিন্ন চা বাগান থেকে চা জনগোষ্ঠীর প্রতিনিধিরা এই ফাগুয়া উৎসবে যোগ দেয়।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ