বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : হবিগঞ্জ সদর উপজেলার বগলাখালে বাড়ির সিমানায় গাছের পাতা রাখা নিয়ে চাচাকে লাঠি দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে ভাতিজার বিরুদ্ধে।
বুধবার (৩০ মার্চ) সকাল ৮টার দিকে এ ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তির নাম তুরাব আলী (৬৫)। তিনি বগলাখাল গ্রামের মৃত জমির আলীর ছেলে।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী জানান, তুরাব আলী ও তার ভাতিজা নূর আলীর মধ্যে বিরোধ রয়েছে। বুধবার সকালে তুরাব আলী বাড়ির উঠান ঝাড় দিয়ে গাছ থেকে ঝরা পাতাগুলো একত্রিত করেন। চাচা-ভাতিজা একই বাড়ির বাসিন্দা হওয়ায় তুরাব আলী পাতাগুলো ভাতিজার সীমানায় রাখেন। এ নিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে ভাতিজা রজব আলী ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে তুরাব আলীর মাথায় আঘাত করেন। এতে তুরাব আলী গুরুত্বর আহত হন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তৃব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি জানান, মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।